দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ডুগডুগিতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় হাউলী ইউনিয়ন ও ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ডুগডুগি পশুহাট প্রাঙ্গনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শমসের আলীর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। এ সময় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা পলাশ, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী। দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য মোমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ২নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক আশরাফুল আলম, ওয়ার্ড বিএনপির নেতা মতিয়ার রহমান মতি, আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশাদুল হক, হাউলী ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাউলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া।