দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর রেল স্টেশনপাড়ার হাফেজ মো. আবু বক্কর সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া …………… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি জয়রামপুর গ্রামের রেল স্টেশনপাড়ার মৃত মোজাহার মন্ডলের ছেলে ও দামুড়হুদা মালিক সুপার মার্কেট পরিচালনা কমিটির সহ-সভাপতি।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর রেল স্টেশনপাড়ার মৃত মোজাহার মন্ডলের ছেলে হাজি মো. আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতা জনিত কারণে ভুগছিলেন। গতকাল শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি জয়রামপুর রেল স্টেশনপাড়াস্থ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মালিক সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদকসহ ব্যবসায়ীবৃন্দ। আজ রোববার সকাল ৯টায় দামুড়হুদার জয়রামপুর গাতিরপাড়া কবরস্থান ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে।