দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বেশ জোরালো প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রার্থীরা নির্বাচনী আচারণবিধি অমান্য করেই চালিয়ে যাচ্ছে তাদের ভোটের প্রচার প্রচারণা। এদিকে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার বলেছেন এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
জানা যায়, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, জুড়ানপুর, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগেই বেশ জোরেশোরে আগাম প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। ভোটারদের পক্ষে নিতে ইতোমধ্যেই প্রার্থীরা নিজের ছবি সংযুক্ত করে লিফলেট, গণসংযোগ মতবিনিময়সভাসহ দোয়া চেয়ে চলেছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া মহল্লা ও চায়ের দোকানে ভোটের প্রচারণায় অংশ নেয়ার আগে বেশ কিছু মোটরসাইকেল শোডাউন দিয়ে সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে রওনা হচ্ছে প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত অবদি চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। তবে এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেয়া ও হট্টগোলের মতো কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, গতকাল বিকেলে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত নৌকার মাঝি মো. হযরত আলী তার প্রধান নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, উপজেলা ছাত্রলীগ আরজু আহাম্মেদ রাকিবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ইসহাক আলি বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীই নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবে না। যারা প্রচার প্রচারণা চালাচ্ছে তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি নির্বাচনে গতবারের বিদ্রোহী প্রার্থী এবারের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ্ মো এনামুল করিম ইনু গত শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ইসহাক আলীর নিকট প্রার্থিতা প্রত্যাহারে লিখিত আবেদন জমা দিয়েছেন।