দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের পরিচিত মুখ মানসিক ভারসাম্যহীন যুবক মো. তৌফিক (১৪) নিখোঁজ হয়েছেন। সে দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত আজির বক্সের ছেলে। এ বিষয়ে গতকাল বুধবার নিখোঁজ তৌফিকের চাচা শহিদুল ইসলাম দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি সূত্রে জানা গেছে যে, গত রোববার দুপুর ১টা ৩০ মিনিটের সময় সে তার বাড়ি থেকে বের হয়ে পশ্চিম দিকে আটকবর মোড়ে যাওয়ার কথা বলে। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মানসিক ভারসাম্যহীন যুবক তৌফিক নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গ্রামীণ ট্রাউজার। গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৭১৯-৫৭২০৮৬ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন পরিবারের লোকজন।