স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় সিয়াম হোসেন নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ১১ বছর বয়সী সিয়াম হোসেন গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ার সাইফুল ইসলামের ছেলে। সে গোপালপুর দারুল উলুম কওমী মাদরাসার হাফেজ বিভাগের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী বখতিয়ার হোসেন জানান, দুপুরে মাদরাসা থেকে খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল সিয়াম। এ সময় রাস্তা পার হতে গেলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, দুপুরে গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় সে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।