ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কুতুবপুর গ্রামের টুকরোর মাঠে রাতের আঁধারে শত্রুতামূলক সবুজ ধ্বংস বিষ প্রয়োগ করে ৭ বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত পরশু রোববার রাতে কোনো এক সময় কে বা কারা শত্রুতামূলকভাবে ৩ কৃষকের জমিতে রাতের আঁধারে সবুজ ধ্বংস বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার সকালে বিষয়টি জানা জানি হয়। জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে বজলু ও তাইফুরের ৫ বিঘা ইরি ধানের জমি ও একই গ্রামের আরজুল্লাহর ছেলে আরশাফ আলীর প্রায় ২ বিঘা জমির ধান কে বা কারা শত্রুতামূলকভাবে রাতের আঁধারে সবুজ ধ্বংস বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক বজলু, তাইফুর ও আরশাফ জানান, গতকাল সোমবার সকালে জমিতে গিয়ে দেখি ধানের জমিতে সব ধান পুড়ে শেষ। অন্যের জমি লিজ নিয়ে চাষ করেছি। কি খাবো আর কি পরিশোধ করবো। মরা ছাড়া আমাদের মতো চাষিদের উপায় কি। স্থানীয়রা জানান, চাষিদের মূল সম্পদ হলো তাদের চাষ। সেটার ক্ষতি হলে তা পূরণ করা সম্ভব নয়। উপজেলা কৃষি অফিস থেকে তারা প্রণোদনা পেলে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বললে তিনি জানান, আমাদের কৃষি অফিসাররা জমিতে গিয়েছিলো বিষয়টা দেখে এসেছে। আমরা সব সময় চাষিদের পাশে আছি পাশে থাকবো।