ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামের বৃত্তিপাড়ায় জোরপূর্বক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ১০টার দিকে। জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা বৃত্তিপাড়ায় আব্দুল খালেকের ছেলে ইকবাল হোসেনের ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ইকবাল জানান, কলম বিশ্বাসের ছেলে আশাদুল হক, আব্দুল হামিদের ছেলে আজিজুল হক, আলমের ছেলে ফারুক হোসেন, স্বপন আলীর ছেলে আবু সিদ্দিক, তারিকুল ও সাদেকের নেতৃত্বে ঘর বাড়ি ভাঙচুর করা হয়। ইকবাল আরও জানান, ব্যবসায়কি ২ লাখ টাকা ও ৫ ভরি সোনার গহনা নিয়ে যায় ও আমার জমিটি জোর করে দখলের চেষ্টা নিচ্ছে তারা। আমি ন্যায় বিচার চাই। ঘর বাড়ি ভাঙচুরের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে দামুড়হুদা মডেল থানার এসআই সাহারা সঙ্গীত ফোর্সসহ এসে পরিস্থিতি শান্ত করেন। এসময় তিনি বলেন, কোনো প্রকারের অশান্তি মেনে নেয়া হবেনা। থানায় উভয়পক্ষকে নিয়ে বসে আইনগত ব্যবস্থা নিয়ে ন্যায় বিচার করে দেয়া হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না। এ বিষয়ে জানতে আশাদুল হক গংদের সাথে কথা বলতে তাদের বাড়ি গেলে তাদের কাউকে বাড়ি পাওয়া যায়নি।