দামুড়হুদা প্রতিনিধি: নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তিথি মিত্র যোগদান করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণের পূর্বে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান তাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। জানা গেছে, সদ্য দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানকৃত ইউএনও তিথি মিত্র ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হন। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সদ্য ইউএনও পদে পদোন্নতি পেয়ে এই প্রথম তিনি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন। তিনি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পরপরই দামুড়হুদা উপজেলাবাসীর সহযোগিতায় জনবান্ধব প্রশাসন গড়ে তুলার অঙ্গিকার করেছেন। সেই সাথে উপজেলার সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।