দাবি আদায়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার: গ্যাস-বিদ্যুৎ, চাল-ডাল, তেল, কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। এবারের আন্দোলন এক দফার আন্দোলন। রোজার মধ্যে কর্মসূচি দেয়া হয়েছে। প্রয়োজনে ঈদের দিনেও কর্মসূচি দেয়া হবে। রাজপথে থেকে লড়াই সংগ্রামের মধ্যদিয়ে দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। বক্তারা আরও বলেন, নিশি রাতের সরকার ভোট চোর খুনি হাসিনা ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। বিএনপির দলীয় নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন, নিপিড়ন করেছে। হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। বিগত ১৫ বছর অন্যায় অত্যাচার সহ্য করার পরও বিএনপির একটি কর্মীকেও দমাতে পারেনি। একটি কর্মীও দল ছেড়ে যায়নি। কিন্ত আর সহ্য করবো না। এবার লড়াই হবে রাজপথে। এবারের লড়াই তত্তাবধায়ক সরকার আদায়ের এক দফার লড়াই। দাবি আদায়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

চুয়াডাঙ্গা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবের অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বিকেলে সাহিত্য পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রীর রউফুন নাহার রিনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু ও নুর নবী সামদানী। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান পল্টু, সদর উপজেলা সিনিয়র সহসভাপতি এমআর মুকুল, বিএনপির যুগ্মসম্পাদক আবুল কামাল আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গনী সামদানী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টোটন আলী, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, বেগমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসিনা বেগম সুপার মার্কেটের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও জেলা কৃষকদলের আহবায়ক মোকাররম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, ছালমা জাহান পারুল, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম। উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর রহমান মালিথা, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্মআহবায়ক আব্দুল কাদের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সহ-সভাপতি আনিছুজ্জামান আনিছ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্মআহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সোহেল রানা, সেলিম, একরামুল হোসেন, আমিনুল ইসলাম রশিদ, লিটন, শামসুজ্জোহা পলাশ, জহিরুল ইসলাম রিপন নুর হাকিম কলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কেডিকে সুলতান, যুগ্মআহবায়ক ইনজামামুল হকসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্মসম্পাদক আরজুল্লা মাস্টার বাবুল, যুগ্মসম্পাদক আব্দুর রহিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবদ্দিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শ্রী গুরুদাস হালদার, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন চাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি লিয়াকত আলী, পৌর যুবদলের সভাপতি সামিউল ইসলাম লিজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ। অবস্থান কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের শ শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাস, দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে মেহেরপুরের গাংনীতে অবস্থান কর্মসূচি পাালন করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার সকালে গাংনী শহরে বিএনপির দুটি অফিসের সামনে এ পৃথক দুটি অবস্থান কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ কর্মসূচি বাস্তবায়ন করেন বিএনপি নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির একটির নেতৃত্বে ছিলেন অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ। অপরদিকে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে আরেকটি অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান গাড্ডু ও আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, উপজেলা যুবদলের সভাপতি চপল বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব এনামুল হক, যুগ্মআহবায়ক মনিরুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান বিপ্লব, পৌর জাসাসের সভাপতি সৌরভ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগনরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কেদারগঞ্জ বাজার সাপ্তাহিক হাট প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বিশ্বাস। উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সাধারণ সম্পাদক আফিরুল ইসলাম প্রমুখ।

Comments (0)
Add Comment