সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্য নিহত হয়েছে। শুক্রবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তি সজোরে ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মো. মুক্তাদিরুল হক শুভ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনসার সদস্য মো. নজরুল ইসলাম মারা যান। অপরজন মো. শাহাদাৎ হোসেনকে হাসপাতালে আনার পথে তিনিও মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল্লাহ জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য নিহত হয়েছেন। তাদের কাছে থাকা বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর দুটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের বাড়ির ঠিকানা উদ্ধারের চেষ্টা এবং ট্রাকটি আটকের জন্য অভিযান চলছে।