দর্শনা অফিস: দর্শনা হিমেল আবাসিক হোটেল মালিক আশরাফুল হক মিন্টুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের দিকে দর্শনা বাসস্ট্যান্ড হিমেল আবাসিক হোটেলের ছাদের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক সংক্রান্ত বিষয়ে তাকে দর্শনা থানা পুলিশ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে গ্রেফতার করেন। মিন্টু দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ের হিমেল আবাসিক হোটেলের স্বত্বাধিকারী ও মৃত মামদেল হকের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলে। এসময় হোটেলের ছাদের ওপর মাদক সেবনকালে হাতেনাতে মিন্টুকে ছাদের ওপর থেকে গ্রেফতার করেন।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে তাকে হিমেল আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।