সম্পর্ক আরও দৃঢ় করতে দর্শনা সীমান্তে দুই দেশের রাখিবন্ধন

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে রাখিবন্ধন অনুষ্ঠান করা হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে এই আয়োজন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে এ রাখি বন্ধনের আয়োজন করে ভারতীয় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেন ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কমান্ডার নগেন্দ্রনাথ হালদার, তৃণমূল কংগ্রেসের চাপড়া ব্লক সভাপতি শুলকা সাহা, নেতা বিপ্লব ম-ল, গৌতম নাথসহ অর্ধশতাধিক নারী ও বিএসএফ সদস্যরা। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফারুক হোসেন, আইসিপি হাবিলদার রফিকুল ইসলামসহ বিজিবির নারী সদস্যরা। দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফারুক হোসেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও মজবুত ও দৃঢ় করতে এ রাখিবন্ধন অনুষ্ঠান করা হয়। এসময় উভয় দেশের মধ্যে উপস্থিত সকলের হাতে রাখি বেঁধে দেয়ার পর মিষ্টি মুখ করানো হয়।

 

Comments (0)
Add Comment