গাঁজাসহ মাদককারবারি আমেনা ও কাজল গ্রেফতার
দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় পুলিশ মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে দর্শনা দক্ষিণ চাঁদপুরে। উদ্ধার করেছে ২ কেজি গাঁজা ও গ্রেফতার করেছে এলাকার চিহ্নিত মাদককারবারি আমেনা ও কাজলকে। মামলা দায়ের করা হয়েছে ৪ জনের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই সুমন্ত বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা দক্ষিণচাঁদপুর রেল লাইনধারপাড়ায়। পুলিশ ওই পাড়া থেকে গ্রেফতার করে রশিদুল ইসলামের স্ত্রী এলাকার চিহ্নিত মাদককারবারি আমেনা খাতুন (৪৫) ও একই মহল্লার টাওয়ারপাড়ার আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিন কাজলকে (৪০)।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধারের তথ্য। এ ঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত আমেনা ও কাজলসহ আরও ২ জনকে পালাতক করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পালাতক আসামিদের নাম পরিচয় জানা না গেলেও কেউ কেউ মন্তব্য করেছে এবারো কি রশিদুল ফঁসকে যাচ্ছে মামলার তালিকা থেকে!