দর্শনা থানা ও পৌরসভা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম কর্মকর্তাদের সাথে নিয়ে দামুড়হুদা উপজেলার বিভিন্ন দপ্তরসহ দর্শনা থানা ও পৌরসভা পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি দর্শনা থানা পরিদর্শনকালে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানান অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর। পরে পরিদর্শন করেন দর্শনা পৌরসভা। পৌর প্রশাসক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমানসহ কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে। এ সময় পৌরসভার কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের কার্যালয়, দামুড়হুদা উপজেলা ভূমি অফিস ও ব্রাক এনজিও কর্তৃক পরিচালিত ব্রাক মাধ্যমিক বিদ্যালয়। এ সময় সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী।