দর্শনায় ২০ কেজি গাঁজাসহ মজিবর ও ইয়াছিন গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা থানাপুলিশ মাদকবিরোধী সফল অভিযান চালিয়েছে। দামুড়হুদার ছোট বলদিয়া গ্রামে এ অভিযান চালিয়ে পুলিশ ২০ কেজি গাঁজাসহ এলাকার চিহ্নিত দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে। মহাজনের হদিস মেলেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও ফসকে গেলো মহাজনেরা। গত পরশু বুধবার রাত ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম এবং এএসআই আনোয়ারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটবলদিয়া গ্রামে। পুলিশ ওই গ্রামের ষাটখাল নামক সড়ক থেকে গ্রেফতার করেছে ইউনিয়নের বড়বলদিয়া বাজারপাড়ার গোলাম রহমানের ছেলে এলাকার চিহ্নিত অভিযুক্ত গাঁজার মহাজন মজিবর রহমান (৩৮) ও মদনা পশ্চিমপাড়ার গুল মোহাম্মদের ছেলে ইয়াছিন আলীকে (৩৬)। ওসি কাজল জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ কেজি গাঁজা। এ ঘটনায় থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে ওই রাতেই দর্শনা থানায় গ্রেফতারকৃত মজিবর ও ইয়াছিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

Comments (0)
Add Comment