দর্শনা অফিস: ঝিনাইদাহ র্যাব ক্যাম্পের সদস্যরা দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সুলতানপুরের ফয়সালকে আটক করেছে। ফয়সালের বিরুদ্ধে দর্শনা থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদাহ র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা আনোয়ারপুরে। এ অভিযানে র্যাব সদস্যরা আটক করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজিজুল হকের ছেলে সুলতানকে (২৪)। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত সুলতানের কাছ থেকে উদ্ধার করা হয় ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে সুলতানের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় দায়ের করা হয়েছে মামলা।