দর্শনায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ নাস্তিপুরের কাজল আটক

 

দর্শনা অফিস: দর্শনায় ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আটক করেছে এক মাদককারবারীকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার রামনগরে। র‌্যাব রামনগর থেকে আটক করে দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের না¯িপুর গ্রামের রবিউল হকের ছেলে শফিকুল ইসলাম কাজলকে (৩৮)। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত কাজলের কাছ থেকে ১৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কাজলের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছে।

Comments (0)
Add Comment