দর্শনা অফিস: এবার মাদক মামলার পালাতক আসামি হলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম। আলোচিত এ ইউপি সদস্যের বিরুদ্ধে ইতোপূর্বে হুন্ডি, স্বর্ণ পাচার ও চোরাচালানী মামলা দায়ের করা হয়েছে। এবার ফেনসিডিল ও গাঁজা উদ্ধার মামলার পালাতক আসামি হলেন। দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনার বড়বলদিয়ার নাহিদকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে। এ মামলায় পালাতক আসামি করা হয়েছে সাইফুল ইসলাম ও গোলাম নবীকে। গত পরশু শুক্রবার রাত সোয়া দুইটার দিকে দর্শনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ ও পরিদর্শক (অপরেশন) নিখিল চন্দ্র অধিকারীর নেতৃত্বে এসআই নীতিশ বিশ্বাস, এএসআই মারুফুল ইসলাম, ইদ্রিস আলী ও শাহীন আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে নাহিদ হাসানের মুরগীর খামারে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই খামারে উদ্ধার করা হয় ১১১ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা। এ ঘটনায় গ্রেফতার করা হয় নাহিদ হাসানকে। পুলিশি জিজ্ঞাসাবাদে নাহিদ হাসান মাদক কারবারীচক্রের হোতাদের নাম স্বীকার করায় এসআই নীতিশ বিশ্বাস বাদি হয়ে ওই রাতেই দর্শনা থানায় দায়ের করেন মামলা। এ মামলায় নাহিদ হাসানসহ বড়বলদিয়া পশ্চিমপাড়ার দ্বীন মোহাম্মদের ছেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম ও একই পাড়ার আহসান বিশ্বাসের ছেলে গোলাম নবীকে পালাতক আসামি করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাস জানান, পালাতক আসামিদের গ্রেফতারে পুলিশি জাল বিস্তার করেছি। অচিরেই তাদের গ্রেফতার করা হবে।