দর্শনায় বিজয় মেলার মাঠে দুই গ্রুপের উত্তেজনা : যুবককে পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: দর্শনায় বিজয় দিবসের মেলার মাঠে নাচানাচিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জাহিদ হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গ্রুপের বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দর্শনার পুরাতন বাজার মোড় একালায় এ ঘটনা ঘটে। এর আগে দুই পক্ষ মেলার মাঠে মুখোমুখি অবস্থান নিলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে মেলার মাঠ থেকে বের করে দেয়। এরপরই পুরাতন বাজার মোড় এলাকায় জাহিদ হোসেনকে পিটিয়ে জখম করে। আহত জাহিদ হোসেন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ওয়াসেদ আলীর ছেলে। আহত জাহিদের চাচাতো ভাই হুসাইন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, প্রায় দুই মাস আগে এলাকায় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে গতকাল মেলার মাঠে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ আমাদের মেলার মাঠ থেকে বের করে দেয়। পরে পুরাতন বাজার মোড় এলাকায় প্রায় ২০/৩০ যুবক জাহিদ হোসেনকে জেআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। পরে জাহিদ হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, জাহিদের ডান হাতের একটি আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া মাথা, মাজাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএম লুৎফুল কবীর দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, মেলার মাঠে নাচানাচির জের ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিলো। মাঠে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদেরকে মেলার মাঠ থেকে বের করে দেয়। পরে পুরাতন বাজার মোড় এলাকায় জাহিদ হোসেন নামে এক যুবককে মারধর করে প্রতিপক্ষ। থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment