দর্শনায় দুই নাইটগার্ডকে বেঁধে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার লুট

দর্শনা অফিস: দর্শনায় নাইটগার্ডকে বেঁধে রেখে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ছাটাংগা মাঠে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চুরি কাজে বাধা দেয়ায় আরাম ব্রিকসের দুই নাইটগার্ডকে বেঁধে রাখা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ছাটাংগা মাঠে ১০-১২ জনের সঙ্গবদ্ধ একদল চোরচক্র হানা দেয়। এসময় সঙ্গবদ্ধ চোরেরা সেখানে থাকা পল্লী বিদ্যুত বিভাগের একটি খুঁটির ওপরে থাকা ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়।

এ সময় সেখানে থাকা আরাম ব্রিকসের দুই নাইটগার্ড দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বিশারত (৬৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের কামাল হোসেন কামু (৪৫) চোরদের চুরি কাজে বাধা প্রদান করেন।

ফলে চোরেরা দুই নাইটগার্ডকে দড়ি দিয়ে বেঁধে রেখে ইটভাটার অফিস ঘরের মধ্যে আটকে বিদ্যুত খুঁটির ওপর থাকা ১৫ কেভি ওয়েটের ৩টি ট্রান্সফরমার চুরি করে নীচে নামিয়ে তাতে থাকা মূল্যবান জিসিসপত্র নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালের দিকে কয়েকজন শ্রমিক কাজে যায় আরাম ব্রিকসে। এসময় ঘরের মধ্যে নাইটগার্ডদের হাত বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে মুক্ত করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলীসহ থানার অফিসার ও ফোর্স।

উল্লেখ্য, একমাস আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া মাঠ থেকে বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

দর্শনা পল্লী বিদ্যুত জোনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকতা (এজিএমকম) শামীম উদ্দিন বলেন, এতে করে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment