দর্শনায় গাঁজাসহ রুদ্রনগরের রিনা গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার করেছে দামুড়হুদার রুদ্রনগরের রিনা খাতুনকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার রামনগরে। পুলিশ ওই গ্রামের পশ্চিম রামনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে দামুড়হুদার হাউলি ইউনিয়নের রুদ্রনগর মাদরাসাপাড়ার আজাদুলের স্ত্রী রিনা খাতুনকে (৫০)। গ্রেফতারকৃত রিনার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকালই রিনার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment