দর্শনার নিমতলা বিজিবি’র সীমান্তে অভিযান : ঈশ্বরচন্দ্রপুরের শরিফুল ফেনসিডিলসহ আটক

জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: দর্শনার নিমতলা বিজিবির অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারী শফিকুল ইসলামকে (৫২) আটক করেছে। এ সময় তার সঙ্গী অপর ৩ মাদক চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি সদস্যরা বুধবার এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধপথে মাদক চোরাকারবারীরা মাদক পাচার করে আনছে নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে নিমতলা বিওপির হাবিলদার হেলাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুরের ডাঙ্গার মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৪৬ বোতল ফেনসিডিলসহ ঈশ^চন্দ্রপুরের মৃত সোহরাব অন্তর শেখের ছেলে শফিকুল ইসলামকে আটক করে। এসময় তার অপর ৩ সঙ্গী একই গ্রামের আকুক ম-লের ছেলে রাজু (২৫), শাহজাহান আলী ওরফে বারের ছেলে বিল্লাল হোসেন (৪৩) ও মান্নান মণ্ডলের ছেলে রুবেল মণ্ডল (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা দায়ের করে বিজিবি তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করে।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেহেদী হাসান খান ভারতীয় ফেনসিডিলসহ বাংলাদেশী মাদক চোরাকারবারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment