মেহেরপুর অফিস: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি কক্ষ ভাঙচুর করাসহ স্টাফদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ওয়ার্ড ভিজিটের সময় মেহেরপুর হাসপাতালের সাবেক নাক কান গলা বিশেষজ্ঞ ডা.আবুল কাশেমের পিতা হাসপাতালে চিকিৎসাধীন আলী হোসেনকে (৭২) পুরুষ ওয়ার্ডে জনৈক মহিলা দেখতে আসেন। এ সময় ওয়ার্ড ভিজিট চলছে এবং তাকে পরে আসতে বলা হয়।এ সময় ওই মহিলা গেটের বাইরে বসে পড়েন। পরে ডা. আবুল কাশেমের ছোট ভাই সেখানে পৌঁছে ঘটনা শুনে কয়েক জনকে ফোনে ডেকে নেন। পরে বহিরাগতরা এসে হাসপাতালের স্টাফদের ওপরে চড়াও হন। ঘটনার পরপরই হাসপাতালে সুপার ডা. জমির মো. হাসিবুর সাত্তার সকলকে নিয়ে তার কক্ষে আলোচনার জন্য বসেন।
এ সময় রোগীর অন্যান্য সজনরা এসে হাসপাতাল সুপারের পাশের পক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তাদের বাধা দিতে গেলে স্টাফদের ওপরে হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।