স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক অফিসের সামনে এ আয়োজন করা হয়। জেলা রেলওয়ে শ্রমিক দলের সভাপতি হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশের গণতন্ত্র আজ নতুন করে স্বপ্ন দেখে। বিএনপির ও অঙ্গ সংগঠনের প্রতিটি সংগঠনের ন্যায় রেলওয়ের শ্রমিকরা দলসহ রেলওয়ে শ্রমিক-কর্মচারীরা যে কষ্টে দিনযাপন করছেন, তা ভাবনারও বাইরে। পতিত সরকারের ভুল নীতির কারণে সাধারণ মানুষ ও শ্রমিকরা আজও দিশেহারা। রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পাশে আছি এবং থাকবো।’ তিনি আরও বলেন, ‘পতিত সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিলো। এখন আমরা এমন একটি সরকার চাই, যে সরকার গণতন্ত্র রক্ষা করে দেশকে এগিয়ে নেবে। জাতীয়তাবাদী দল ছাড়া দেশের স্বার্থে কাজ করতে চাওয়া আর কাউকে আমি দেখি না। বিএনপি গায়ের জোরে ক্ষমতা দখল করে জনগণকে দাসে পরিণত করতে চায় না। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শ্রমিকদের সম্পৃক্ত করতে চায়। ঐক্যের মাধ্যমে এই দেশকে নিতে চাই।’ তিনি রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামীর সরকার হবে গণতন্ত্রের সরকার। তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।’ তিনি শ্রমিকদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা রেলওয়ের প্রাণ। আপনাদের পরিশ্রমেই দেশের যোগাযোগব্যবস্থা সচল থাকে। তাই আপনাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আমরা সব সময় পাশে থাকবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি রফিকল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইকরামুল হক ইকরা, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রাব্বিসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।