স্টাফ রিপোর্টার: শিক্ষা, সৌহার্দ্য, উন্নয়ন এই সেøাগান ধারণ করে ডুসাক পরিবারের সকলকে নিয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ডাকসু ক্যাফেটেরিয়াতে এক গেট টুগেদার অনুষ্ঠিত হয়। অত্যান্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আয়োজনটি যেন সিনিয়র, জুনিয়রদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাকের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সাংবাদিক আহমেদ পিপুল। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার পাশাপাশি পারস্পরিক ভাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গাকে এগিয়ে নেয়ার ওপর জোর দেন। নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন নতুনদের সংখ্যা আশা জাগানিয়া। ভবিষ্যতে চুয়াডাঙ্গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো বেশি সংখ্যাক শিক্ষার্থী সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাথে এ আশ্বাস দেন শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে ডুসাক পরিবার তাদের সাথেই থাকবে। তিনি আরো বলেন যে কোন ক্ষেত্রে সফলতা পেতে হলে লেগে থাকতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ডুসাকে সর্বদা পাশে থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, রহুল আমিন মল্লিক, পি.এস.সির সহকারী পরিচালক আনিসুর রহমান, জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী শফিক তুহিন, সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস শিপন, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি, মিজানুর রহমান (পিকুল), সাবেক ডাকসু সদস্য ফরিদা পারভীন, তুষার আল আরাফাত, নাইমুল হক রিংকু, কাজী সাদরুল-উলা বাবু, সোহেল রানা, পলাশ খন্দকার, এমএ হাসিব, শফিকুল ইসলাম ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাজমুল হোসাইন সুজন (সভাপতি, ডুসাক) এবং সঞ্চালনা করেন মো. আব্দুস সালাম (সাধারণত সম্পাদক, ডুসাক)