আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ভাংড়িবোঝাই ট্রাকের রশি খুলতে গিয়ে অসাবধানতাবশত: পড়ে গিয়ে জীবননগরের আন্দুলবাড়িয়া বাজদিয়া দক্ষিণপাড়ার ট্রাক হেলপার পারভেজ হোসেন (১৭) নামে এক যুবকের মর্মান্তিক মূত্যু হয়েছে। গত সোমবার দিনগত রাত ১২ টার দিকে ঢাকার গাবতলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন বাজদিয়া দক্ষিণপাড়ার আনছার আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ বাড়িতে এসে পৌঁছুলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ট্রাক হেলপার পারভেজ হোসেন আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের ইকরাম হোসেনের ট্রাকে ভাংড়ি নিয়ে গত সোমবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১২ টার দিকে ঢাকার গাবতলীর বেড়িবাঁধ এলাকায় পৌঁছুল হেলপার পারভেজ হোসেন ভাংড়িবাঁধা রশি খুলতে গিয়ে অসাবধনতাবশত পা ফসকে ট্রাক থেকে আছড়ে রাস্তার ওপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন। সহকর্মীরা রাতেই লাশ নিয়ে বাড়ির উদ্দ্যেশে রওনা দেয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিহত পারভেজ হোসেনের লাশ তার বাড়িতে পৌঁছুলে স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বাদ জোহর পারভেজ হোসেনকে বাজদিয়া দক্ষিণপাড়া ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।