দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনে ট্রেনের বগি থেকে ১ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় চিলাহাটি থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস থেকে হেরোইন উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞতিতে বলেন, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে ভারতীয় হেরোইন পাচার করা হবে এমন তথ্য আসে। এর ভিত্তিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা রেলস্টেশনে সাড়ে ৪টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে টহলদল চিলাহাটি থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা রুপসা এক্সপ্রেসের দ্বিতীয় বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি স্কুল ব্যাগ দেখতে পায়। সন্দেহ হলে ব্যাগটি জব্দ করা হয়। টহলদল জব্দ করা স্কুল ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতর ৫টি পলিথিনের ছোট প্যাকেট থেকে ১ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হন। তিনি আরও বলেন, এ ব্যপারে সুবেদার নওশের আলী বাদি হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল মহানন্দা এক্সপ্রেস থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ও ১৯ মার্চ ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হঠাৎ করেই দর্শনা হল্টস্টেশন রুটে হেরোইন পাচার বৃদ্ধি পাওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে হল্টস্টেশন এলাকায় ওই পাচারকারীচক্রের সহযোগী চক্র রয়েছে। সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি তুলেছে এলাকাবাসী।