স্টাফ রিপোর্টার: অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন পুড়ে যাওয়ায় টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। গতকাল রোববার সকাল থেকে সেবা প্রত্যাশীরা অফিসে আসতে শুরু করেছেন। বন্ধের পর চালুর প্রথম দিনে প্রায় ২৫০ জন মানুষ বিভিন্ন সেবা নিয়েছেন। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়ডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ জুলাই বিকেলে বিদ্যুতের ভোল্টেজ আপ-ডাউনের কারণে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর পুড়ে যায়। এতে পরের দিন থেকেই সব সেবা কর্যক্রম বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দফায় দফায় মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে ঢাকা থেকে একটি দল এসে অটোমেটিক রেগুলেটর সক্রিয় করে। এখন সাধারণ মানুষ পাসপোর্ট অফিসে এসে তাদের আবেদন জমা দিয়ে সব কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। অনেকে রোববার দুপুর থেকে তাদের নতুন পাসপোর্ট সংগ্রহ করেছেন। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বলেন, কারিগরি সমস্যার সমাধান হয়েছে। রোববার সকাল থেকে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সমস্যার কারণে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই থেকে অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে পাসপোর্ট অফিসের পুরো সার্ভার। এরপর বেশ কয়েকবার চেষ্টার পরও তা সচল করা সম্ভব হয়নি। পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের প্রকৌশলীরা এসে মেশিন পরিবর্তনের পর সার্ভার চালু হয়।