ঝিনাইদহে রোজা নিয়ে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ায় গ্রেফতার ২ যুবক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে রোজা নিয়ে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ায় দুই যুবককে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বিমল কুমারের ছেলে বিপুল কুমার (১৮) ও রবিন দাসের ছেলে চয়ন কুমার দাস। মামলার এজাহারে জানা গেছে, ফেসবুকে পোস্ট দেয়া ‘নতুন ভিডিও আপলোড হচ্ছে। সবাইকে দেখার দাওয়াত রইলো।’ যার নিচে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে লেখা ‘দরকার নেই এমন রোজার’। ছবিতে ২নং আসামি চয়ন এর ডানহাতে স্যান্ডেলসহ ১নং আসামি বিপুল আছে। এ ঘটনায় জনি ইসলাম নামে একজন বাদি হয়ে থানায় মামলা করেন। কোটচাঁদপুর থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার পর সেই দুই যুবককে আটক করা হয়েছে।

Comments (0)
Add Comment