ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের আরাপপুর এলাকায় রাস্তার ওপর থেকে অজ্ঞাত (৮০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। প্রথমে করোনা রোগী সন্দেহ করা হলেও ময়না তদন্তের সময় দেখা গেছে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদর থানার এসআই পলাশ জানান, শহরের আরাপপুর বাসস্ট্যান্ডের সেবা ক্লিনিকের সামনের রাস্তার অজ্ঞাত ওই বৃদ্ধার লাশ পড়েছিলো। আমরা উদ্ধার করে মর্গে পাঠায়। সুরতহাল রিপোর্টে মৃত্যুর কারণ অজ্ঞাত দেখানো হয়েছে। এদিকে পোস্টমর্টেমের কাজে নিয়োজিত পুলিশ কনস্টেবল মশিয়ার রহমান জানান, অজ্ঞাত ওই বৃদ্ধার মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তার বাম পায়ে আঘাত রয়েছে। এতে মনে করা হচ্ছে ওই বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বলেন, আমরা প্রথমে করোনা রোগী মনে করলেও ময়না তদন্তের সময় বোঝা গেলো রক্তক্ষরণের কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে।