ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টারকে কুপিয়ে ও পিটিয়ে আহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লাকে (৫১) কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। গত পরশু বুধবার রাতে সদর উপজেলার ছয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতের বড় ভাই মশিয়ার রহমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ২জনের নাম উল্লেখসহ আরও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছে। মামলার বিবরণে জানা যায়, বুধবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার থেকে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা কাজ শেষে নিজ বাড়িতে ভ্যানযোগে যাচ্ছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের সন্ত্রাসী ঠান্ডু মোল্লার ছেলে রিয়াজুল (৩৮) ও ইরফান (৩৬) সহ আরও ৪/৫জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তার আত্মচিৎকারে এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার বাম পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আহতের ভাই ২জনের নাম উল্লেখসহ আরও ৪/৫জন অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।