ঝিনাইদহের হাজরাতলা গ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইাদহের হাজরাতলা গ্রামে এক প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছে। বাড়িতে একা পেয়ে হাজরাতলা গ্রামের সৈয়দ আলী মাস্টারের ছেলে সাহাবুদ্দীন (৩৫) তাকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রতিবন্ধী যুবতীকে বাড়িতে একা রেখে তার মা হরিণাকু-ুর সড়াতলা গ্রামে যান অন্য মেয়েকে দেখতে। গত বৃহস্পতিবার দুপুরে হাজরাতলা গ্রামের সাহাবুদ্দীন বাড়িতে প্রবেশ করে প্রতিবন্ধী যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বাড়িতে কেউ ছিলো না। ধর্ষিতা যুবতীকে ঘটনার দিন রাত ১২টার দিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পরিবারের লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা স্বীকার করে শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, ধর্ষিতার মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন। আমরা ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছি। মেয়েটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

Comments (0)
Add Comment