ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে রোববার। এ নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মো. আশরাফুল আলম আশরাফ। নির্বাচিত হওয়ার পরদিন সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মাহবুবার রহমানের বাড়িতে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন বিজয়ী নৌকা প্রতীকের আশরাফুল আলম আশরাফ। এ সময় দুজনকেই বেশ হাস্যোজ্জল দেখা যায়। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটের আগেও নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ বিএনপি প্রার্থী অফিসের গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
নৌকা প্রতীকের মো. আশরাফুল আলম আশরাফ বলেন, নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারে। কালীগঞ্জ পৌরবাসীর উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সবাই ভেদাভেদ ভুলে কাজ করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
রোববার অনুষ্ঠিতব্য কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৯ হাজার ৪২৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের মো. আশরাফুল আলম আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাহবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ১৫০ ভোট।