স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদস্যদের ভোটদানের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। ১২ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন সভাপতি এবং ললিত কুমার দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বেলা ৩টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন ও সহ-সভাপতি হাজি মো. গোলাম রসুল, মো. সরোয়ার হোসেন, মো. আশাবুল হক মুকুল এবং মো. মাসুম কামাল নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে ললিত কুমার দাস ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয় তার প্রতিদ্বন্দ্বী মো. শেখ সাদী ৪ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুস সামাদ, মো. আজমুল হক, মো. সানোয়ার হোসেন সন্টু ও শ্রী উত্তম কুমার কর্মকার নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয় মো. আকরাম উর-রহমান (টিপু)। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর জাফর আলী মল্লিককে আহ্বায়ক এবং ললিত কুমার দাস, মো. আকরাম উর-রহমান (টিপু)কে সদস্য করে আহ্বায়ক কমিটি করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাড. মো. আবু তালেব বিশ্বাস ও অ্যাড. এম.এম. মনোয়ার হোসেন। নির্বাচন সম্পন্ন হওয়ার পর জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মোট ভোটার সংখ্যা ৬৬জন তার মধ্যে মনোনয়ন পত্র যাচাই-বাচাই ও বৈধভাবে ১৮জন পরিচালক নির্বাচিত হয়। পরিচালকগণের নাম-মো. সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, মো. সানোয়ার হোসেন সন্টু, মো. সরোয়ার হোসেন, মো. আব্দুর রাজ্জাক, মো. আশাবুল হক মুকুল, মো. আব্দুস সামাদ, মো. কামরুজ্জামান (ছোট খোকা), ললিত কুমার দাস, মো. আজমুল হক, মো. মাসুম কামাল, মো. উজ্জ্বল হোসেন, মো. শেখ সাদী, মো. আকরাম উর-রহমান, হাজি মো. গোলাম রসুল (তারিক), মো. আরিফুজ্জামান, শুসান্ত কর্মকার, শ্রী উত্তম কুমার কর্মকার ও কার্ত্তিক কর্মকার।