জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হরিহরনগর মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে মফিজুল ইসলাম (৩০) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছে হামলাকারী যুবক নাজিম উদ্দিন (২০)। আহত মফিজুলকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের মুসল্লীরা ইফতারী সেরে মসজিদে নামাজ আদায়ের জন্য যায়। নামাজের পূর্বে সেখানে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে মফিজুলের সাথে একই গ্রামের ঘবার ছেলে নাজিমউদ্দিনের তর্ক-বিতর্ক হয়। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাজিম লাঠি এনে মফিজুলকে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ঘটনা পর হামলাকারী নাজিম গ্রাম ছেড়ে পালিয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।