জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের অভিযানে ১২ বোতল ফেনসিডিলসহ উপজেলার হরিহরনগর গ্রামের মনিরুল ইসলাম ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার শাখারয়িা পিচমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে জীবননগর-চ্যাংখালী সড়কের শাখারিয়া পিচ মোড়ের তাহির উদ্দিনের হোটেলে সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল উপজেলার হরিহরনগর গ্রামের ছইরুদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত মনিরুলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে হয়েছে বলে ওসি এসএম জাবীদ হাসান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।