জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসানের নির্দেশে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে মেদিনীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মনোরুদ্দিনের ছেলে আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরে লুকিয়ে রাখা ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় আব্দুল হাকিমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে গতকালই চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি এসএম জাবীদ হাসান নিশ্চিত করেছেন।