স্টাফ রিপোর্টার: জীবননগর মনোহরপুর জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর রুহুল আমিন বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, যেখানেই মানুষ থাকবে, সেখানেই জামায়াতের দাওয়াত থাকবে। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। উত্তম কথার মাধ্যমে দাওয়াত দিতে হবে। যারা আমাদের বিরোধীতা করে এক সময় আল্লাহতাআলা তাদেরকে ইসলামের জন্য কবুল করবেন। ইসলামের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। যে ব্যক্তি আল্লাহতাআলা ওপর ভরসা করবে আল্লাহতাআলা তার সাহায্যকারী হবে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলা মনোহরপুর ইউনিয়ন জামায়াতের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও জীবননগর উপজেলা অর্থ সম্পাদক আশাবুল মল্লিকের উপস্থাপনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর জামায়াতের উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, জীবননগর উপজেলার সেক্রেটারি সাখাওয়াত হোসেন ও জীবননগর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর ও উপজেলা প্রচার সম্পাদক সুজাউল হক জিহাদ।