জীবননগর ব্যুরো: জীবননগর উপজলোর মনোহরপুর আবাসন হতে দুই শিশু নিখোঁজ হয়েছে। এ সময়ে ঘর হতে খোয়া গেছে রক্ষিত নগদ টাকা ও মূল্যবান মালামাল। স্বামীর অভিযোগ স্ত্রী পরকীয়া প্রেমিকার হাতে ধওে পালিয়ে গেছে। যাওয়ার সময় টাকা-পয়সা, মালামাল ও দুই সন্তানকে নিয়ে গেছে। এ ঘটনায় স্ত্রী আসমাকেসহ ৫ জনকে আসামী কওে থানায় মামলা দায়ের করেছেন স্বামী নবীন হোসেন। । ঘটনাটি রোববার সকালে সংঘটতি হয়ছে।ে এ ঘটনায় অসহায় স্বামী স্ত্রী-সন্তানকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভযিুক্ত স্ত্রীসহ পাঁচজনরে বরিুদ্ধে থানায একটি লখিতি অভযিোগ দয়িছেনে।
অভিযোগে জানা যায়, মনোহরপুর আবাসন প্রকল্পরে বাসিন্দা সিদ্দকি মিয়ার ছেলে নবীন হোসন ১০-১২ বছর পূর্বে উপজলোর কালা গ্রামরে মৃত লতিফ মন্ডলের মেয়ে আসমা খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবননে এক ছেলে ও এক মেয়ে রয়েপছ। স্ত্রী আসমা খাতুন প্রতিবেশী আব্দুল হান্নানওে ছেলে শওকত আলীর (৩০) সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হয় পড়ে।
গত রোববার সকালে আসমা ঘরে রক্ষিত টাকা, মূল্যমান মালামাল ও দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী আসমাসহ পরকীয়া প্রেমিক শওকত, নুর আলিম, লিয়াকতের সহযোগীতায় অজানা অজানার উদ্দশ্যে পাড়ি জমায়।
জীবননগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর আমির হোসন সাংবাদিকদের বলনে, ঘটনার ব্যাপারে একটি লিখিতি অেিযাগ পাওয়া গেছে। তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।