জীবননগর বাঁকা মাদরাসায় সুধী সমাবেশে মাহমুদ হাসান খান বাবু

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় সুধী সামবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বাঁকা মাদরাসায় বৃহৎ একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে এটি অত্যন্ত একটি আনন্দদায়ক বিষয়। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হবে। আমি ও আমার পরিবার এ মসজিদ উন্নয়নে সাধ্য মতো পাশে দাঁড়াবে। তিনি এ মসজিদ নির্মাণসহ বাঁকা মাদরাসার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাও. আমিরুল ইসলাম আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আদালতের পিপি মারুফ সরোয়ার বাবু, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, হাজি আব্দুল ওয়াহেদ, হাজি বিল্লাল হোসেন ও হাজি মামুন প্রমুখ। অনুষ্ঠানে নবনির্মিতব্য মসজিদের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন মসজিদ নির্মাণ কমিটির সভাপতি তাজুল ইসলাম। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি আবুল কাশেম। অনুষ্ঠানে মাদরাসার ১১জন হাফেজ হওয়ায় ওই সকল ছাত্রকে পাগড়ি পরিধান করান অতিথিগণ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন যশোর দারুল আরকাম মাদরাসার মহাপরিচালক আল্লামা আব্দুল মান্নান। অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে উপস্থিত উপজেলার প্রায় আড়াই হাজার সুধীজনকে আপ্যায়িত করা হয়।