জীবননগর ব্যুরো: ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসাকালে বিভিন্ন পণ্যসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত শিহাব (২৮) জীবননগর শহরের মহানগর উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। গতকাল শনিবার তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার থানার অফিসার ইনাচর্জ সাইফুল ইসলামের নির্দেশে এসআই মেফাউল হাসান শুক্রবার সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারতীয় ২৭টি থ্রি-পিচ, ২৫০ প্যাকেট বিড়ালের ট্যাবলেট, ১২০ পিস চুলকানির মলম, ৩৫ বোতল কুকুরের শ্যাম্পু, ১৫০ পিস কুকুরের পাউডারসহ শিহাবকে আটক করে। আটককৃত শিহাব এসকল ভারতীয় পণ্য অবৈধভাবে আনার পথে পুলিশের হাতে আটক হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।