জীবননগর ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে জখম

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করাসহ অপর দুইজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন-আব্দুল কুদ্দুছ (৪৬), বুলবুল আহমেদ (২৪) ও জাহিদ হাসান (২৫)। হামলাকারী দু’জন হলেন একই গ্রামের শিলটু (৪৫) ও তার ছেলে লিখন (২২)। গতকাল শনিবার বিকেলে ডুমুরিয়া গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় থানাতে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ডুমুরিয়া গ্রামের রবিউল ইসলাম মেম্বারের ছেলে আব্দুল কুদ্দুস ও তার পুত্র বুলবুল আহমেদ মাঠ হতে ভুট্টার খড়ি করিমনে বোঝায় করে নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। করিমনটি ডুমুরিয়ার মাঝেরপাড়া গ্রামে পৌঁছালে করিমনে থাকা ভুট্টার খড়িতে শিলটুর টালিতে আঘাত লাগলে এতে একটা টালি ভেঙে যায়। আর এই টালি ভাঙার শব্দ শুনে শিলটু ও তার ছেলে লিখন বাইরে বেরিয়ে এসে তাদেরকে গালাগালি করতে থাকে। গালিগালাজের একপর্যায়ে শিলটু, কুদ্দুস ও করিমনচালক জাহিদ হাসানকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। অপরদিকে লিখনের হাতে থাকা হাসুয়া দিয়ে বুলবুল আহমেদের পেছনে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, রবিউল ইসলাম বাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।