জীবননগর এএনজেএম অটো রাইস মিলে ভাঙচুর : নৈশ্য প্রহরীকে পিটিয়ে জখম

জীবননগর ব্যুরো: জীবননগর শহরের দত্তনগর সড়কে অবস্থিত এএনজেএম অটো রাইস মিলে রাতে আঁধারে ভাঙচুর করা হয়েছে। অজ্ঞাত দুর্র্বৃত্তচক্র এ ভাংচুর চালাই। এসময় বাঁধা দিলে মিলের নাইট গার্ড আমিনুর রহমান মনোকে (৪৫) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদার দাবিতে এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে অজ্ঞাত তিনজন দুর্বৃত্ত মিলের মধ্যে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় মিলের নাইটগার্ড মনো তাদেরকে প্রবেশে বাধা প্রদান করলে তারা নাইটগার্ডকে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। একপর্যায়ে নাইট গার্ডের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে এবং মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সুযোগে তারা মিলের ভেতরে প্রবেশ করে মিলের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে চলে যায়। ভাঙচুরের শব্দে মিলের থাকা অন্য শ্রমিকরা ছুটে আসে এবং মনোকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এএনজেএম অটো রাইস মিলের স্বত্বাধিকারী আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে রাতেই মিলে আসি। ঘটনাস্থলে এসে মিলের বিভিন্ন অংশ ভাংচুরের ঘটনা দেখতে পাই। মিলের নাইটগার্ডকে পিটিয়ে জখম করাসহ তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। এ বিষয় জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।