স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলা যুব জামায়াতের সম্মেলন ও বার্ষিক পিকনিকে জেলা আমির রুহুল আমিন বলেছেন, চাঁদাবাজি-গাছকাটাসহ কোনো অন্যায়কে আর মেনে নেয়া হবে না। এখন থেকে প্রতিটি অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে। কোনো অন্যায়কে আর মেনে নেয়া হবে না। যেখানে অন্যায় অবিচার সেখানে প্রতিরোধ করতে হবে। চাঁদাবাজ-দূর্নীতিবাজদের রুখে দিতে যুব জামায়াতের কর্মীদের সদা প্রস্তুত থাকতে হবে। এখন থেকে আর কাউকে সরকারি গাছ চুরি করে কাটতে দেবোনা। ইচ্ছে করলেই কাউকে আর হাট-ঘাট জবর দখল করতে দেয়া হবে না। সকল অপকর্মের দাঁতভাঙা জবাব দেয়া হবে। গতকাল শনিবার দিনব্যাপী দামুড়হুদা উপজেলার ডিসি ইকোপার্কে অনুষ্ঠিত যুব জামায়াতের সম্মেলন ও বার্ষিক পিকনিকে উপজেলা যুব বিভাগের সভাপতি যুবনেতা মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন এ কথা বলেন। তিনি আরও বলেন, সকল অপশক্তির মোকাবেলায় জেগে থাকতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকল যুবককে দক্ষ ও যোগ্য নাগরিক হিসাবে তৈরি হতে হবে। তিনি বলেন, যুবকদের হাত ধরেই এদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। আবার যুবকদের হাতেই এদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব বিভাগের জেলা সভাপতি নুর মোহাম্মদ হোসাইন চৌধুরী টিপু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা তালিমুল কোরআন শিক্ষা সম্পাদক মাওলানা মহিউদ্দিন, জেলা উলামা বিভাগের সম্পাদক মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন সম্পাদক সাবেক চেয়ারম্যান দারুস সালাম, জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতিত্ব মাওলানা হাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমিন মল্লিক, জীবননগর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক ও সোনালী ব্যাংকের সাবেক এজিএম আব্দুল গাফফার। উপজেলা যুব সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, সেক্রেটারি ইব্রাহিম খলিল, দামুড়হুদা উপজেলা সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান, দামুরহুদা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জামায়াত নেতা হাফেজ হাসানুজ্জামান, উপজেলা যুবনেতা আব্দুল মোতালেব, মাহিদুল ইসলাম, জিহাদ হোসেন, ডা. ইব্রাহিম খলিল, শামুল আহামেদ, নাজমুল মৃধা ও আবুল কালাম আজাদ প্রমুখ।