জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাশকতা মামলায় গ্রেফতার

জীবননগর ব্যুরো: নাশকতা মামলায় জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে উপজেলার উথলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জিল্লুর রহমান জীবননগর উপজেলার উথলী গ্রামের মাঝেরপাড়ার আবুল কাশেমের ছেলে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, জিল্লুর রহমানের বিরুদ্ধে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক পদার্থ আইনে মামলা ছিলো। গতকাল দুপুর ২টায় জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উথলীতে অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি জিল্লুর রহমানকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, জিল্লুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা যৌথ বিবৃতিতে বলেন, অবৈধ সরকারের দমন পীড়ন যেন কিছুতেই থামছে না। ডামি নির্বাচনকে সম্পন্ন করার জন্য প্রশাসন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মতো আচরণ করছে। জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। একটা দলের ক্ষমতার খায়েশ মেটাতে আর কতো গ্রেফতার করা হবে। ছাত্রদলের নেতাকর্মীরা এমন কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত নেই যে তাদেরকে এভাবে গ্রেফতার করতে হবে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জেলা ছাত্রদলের পক্ষ থেকে অতি দ্রুত মুক্তির দাবি করছি।