জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালত হতে সাজাপ্রাপ্ত দু’জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবারে অভিযান চালিয়ে ২ বছরের সশ্রম কারাদ-াদেশপ্রাপ্ত গোলাম মোস্তফা নান্টু (৪৫) ও ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশপ্রাপ্ত ওমর আলীকে (৬০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জনকেই গতকাল চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। জীবননগর থানা সূত্রে জানা যায়, উপজেলার সেনেরহুদা গ্রামের আলী হোসেনের ছেলে গোলাম মোস্তফা নান্টু সিআর-১৪৫/২১ (দর্শনা), প্রসেস-১২৩/২৩ নং মামলায় আদালত হতে দুই বছর সশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত করা হয়। রায় ঘোষণার পর গত এক বছর যাবৎ সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত ৭টার দিকে জীবননগর পৌর এলাকা হতে গোলাম মোস্তফা নান্টুকে গ্রেফতার করেন। এছাড়াও এসআই সবুজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আন্দুলবাড়িয়ায় অভিযান চালিয়ে আদালত হতে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৭২ হাজার ১৮৫ টাকা অর্থদন্ডে দ-িত অনন্তপুর গ্রামের মৃত ছাগবার আলীর ছেলে ওমর আলীকে গ্রেফতার করেন। জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম মোস্তফা নান্টু ও ৬মাসের সাজাপ্রাপ্ত ওমর আলীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।