জীবননগরে মানিকপুর সীমান্তে রাজাপুর বিজিবির অভিযান -ফেনসিডিলসহ তিন মাদককারবারী আটক

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ ৩ মাদককারবারীকে আটক করেছে। নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলসহ এ ৩ মাদক কারবারীকে আটক করে। এসময় তাদের সঙ্গী সোনা ম-ল (২৮) পালিয়ে যায়। শুক্রবার রাতে বিজিবি এ অভিযান চালায় বলে গতকাল শনিবার দুপুরে নিশ্চিত করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার মানিকপুর সীমান্তের মাঠে নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় মানিকপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলে হাতেম আলী ওরফে কালু (৩৮),  জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার রুদ্রনগর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও একই থানার ঈশ^রচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈমকে (২৩) ৯৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় তাদের সঙ্গী মানিকপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সোনা ম-ল পালিয়ে যায়। গতকাল শনিবার ৩ আসামি ও একজনকে পলাতক আসামি করে জীবননগর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মাদক মামলা দায়েরসহ আসামিদের সোপর্দ করা হয়। মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান ৯৪ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদককারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Comments (0)
Add Comment