জীবননগরে বিজিবির পৃথক অভিযানে মদ ও ফেনসিডিল আটক

জীবননগর ব্যুরো: জীবননগর বিওপির বিজিবি ও গয়েশপুর বিওপির বিজিবি সদস্য পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৬৭ বোতল মদ ও ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিওপির একটি টিম সীমান্তের চিংড়িখাল নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর দিকে গয়েশপুর বিওপির একটি টিম ওই গ্রামের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় এ টিমটিও আসামিবিহীন অবস্থায় ৭২ বোতল ফেসসিডিল উদ্ধার করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল উপরোক্ত ভারতীয় মদ ও ফেনসিডিল আটকের সত্যতা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।