জীবননগরে বিজিবির অভিযান মাদকদ্রব্য উদ্ধার দালালসহ ভারতে পাচারকালে দুই কিশোরী আটক

জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার বেনীপুর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার যাদবপুর গ্রাম হতে ভারতে পাচারকালে নাবালিকা দুই কিশোরীসহ পাচারকারী দালালকে আটক করা হয়েছে। এছাড়াও নতুনপাড়া বিওপি ৬০ বোতল ভারতীয় মদ, গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা ৮৮ বোতল ফেনসিডিল ও মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা ৯৭ বোতল মদ ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির বিজিবি সদস্য ও জীবননগর উপজেলার বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা উপজেলার যাদবপুর গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ভারতে পাচারের জন্য রাখা দুই নাবালিকা কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদে পাচার কাজে জড়িত দালাল মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মলুক চাঁদ মন্ডলের ছেলে শরিফুল ইসলামকে (৪৫) আটক করা হয়। এছাড়াও নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা গ্রামের রহমত আলীর লিচু বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দুপুরে গয়েশপুর বিওপির একটি টহল দল গয়েশপুর উত্তপাড়ার একটি কলা বাগানে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্তের আব্দুস সালামের আম বাগানে অভিযান পরিচালনা করে। এসময় আসামীবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় মদ ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল সাংবাদিকদের নিশ্চিত করেছেন।