জীবননগরে তিন দিনের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি জহিরুল ইসলাম

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে কৃষকরা লাভবান হচ্ছেন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ক্যাম্পাসে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল সোমবার সকালে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই সময়ে তিনি উপজেলা ক্যাম্পাসে নব-নির্মিত জীবননগর কেন্দ্রীয় শহিদ মিনারেরও উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি ডিসি মো. জহিরুল ইসলাম বলেন, বর্তমানে কৃষিতে বিপ্লব ঘটেছে। কৃষকরা তাদের সনাতন পদ্ধতি চাষাবাদ ছেড়ে আধুনিক চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। ডেপুটি কমিশনার বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষিপণ্য উৎপাদনে ব্যয় কম হওয়ায় কৃষক লাভের মুখ দেখছে। কৃষকরা ধান লাগানো ও কাটা-মাড়াইসহ অন্যান্য ফসলের উৎপাদনে আজ দারুণভাবে মেশিনের ব্যবহার করেছেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে অধিক লাভ ঘরে তোলার জন্য জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম কৃষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন। অতিরিক্ত কৃষি অফিসার আরিফ হোসনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে র‌্যালি বের করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম ও চুয়াডাঙ্গা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারসহ অতিথিবৃন্দ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপি এ কৃষি ও প্রযুক্তি প্রদর্শন মেলার আয়োজন করা হয়েছে। জীবননগর কৃষি বিভাগের সহযোগিতায় তিন দিন ব্যাপি এ কৃষি প্রদর্শন মেলা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।